চান্দিনায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি’র ঈদুল আজহা পরবর্তী বাগানপ্রেমীদের ❝ঈদ পুনর্মিলনী ও বৃক্ষকথন❞।
গত ১৩ জুলাই, ২০২২খ্রি. রোজ- বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় চান্দিনা উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উক্ত গেট টুগেদারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্তরের শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশ সচেতন বৃক্ষপ্রেমী অনেকেই উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল ❝চান্দিনায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি❞ নিয়ে। এ ব্যাপারে উপস্থিত সকলেই নিজেদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন। সকলেই বলেন, চান্দিনাকে সুন্দর, সবুজময় করে গড়ে তুলতে এই কর্মসূচি বাস্তবায়ন করা খুবই জরুরি। যেখানে গাছ লাগানোর মতো জায়গা পাওয়া যাবে, সেখানেই বৃক্ষরোপণ করা সকলেরই নিজ নিজ দায়িত্ব। কেননা, আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। তারা বলেন, এই ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচী শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়াবে না, এটা আমাদের প্রাত্যহিক জীবনকে সুন্দর ও তরুণ প্রজন্মেকে এই বৃক্ষরোপণে আরোও উদ্বুদ্ধ করবে। এই ব্যাপারে সকলের পরামর্শ-সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন। তারা বলেন, চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। যেহেতু এটা তরুণদের সংগঠন, তাই তাদের একার পক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে এই কর্মসূচি বাস্তবায়নে। উপস্থিত সকলকেই উপহার হিসেবে গাছ প্রদান করা হয়।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, রেজাউল করিম, জাবের আলী, আমরান হোসাইন, সাদ্দাম হোসেন, আব্দুল কাদের জিলানী, আবু সুফিয়ান, ইমদাদুল হক হৃদয়, তোফায়েল আহমেদ, মুহাম্মদ জালাল হোসাইন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ সাদ্দাম হোসাইন সাবের।
উল্লেখ থাকে যে, ২০২১ সালে গড়ে উঠা ❝চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি❞ ২০২২ সালের বর্ষা মৌসুমে চান্দিনা উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ১০ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয় এবং গত ৬ জুন ❝১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি❞র শুভ উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিয়াউল হক মীর। তিনি এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে এই গ্রুপটি চান্দিনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে তাদের কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্য এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে গাছ রোপণ করে। তাদের উদ্দেশ্য হচ্ছে- বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগিয়ে সর্বসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ সচেতন করা।