সুন্দর আগামীর প্রত্যাশায় চান্দিনা উপজেলার পানি পাড়া গ্রামের ‘শিক্ষা ও ঐতিহ্য পানিপাড়া ফাউন্ডেশন’ এর শুভ উদ্বোধন ঘোষণা
প্রত্যেকটি গ্রামের একটি জীবনীশক্তি রয়েছে। রয়েছে তার ইতিহাস ও ঐতিহ্য। তেমনি পানিপাড়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্যও অনেক দীর্ঘ। এই ইতিহাস ও ঐতিহ্যকে লালন করা এবং একটি আদর্শ গ্রাম গড়ার উদ্দেশ্যে শিক্ষা ও এতিহ্যে পানিপাড়া ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আবু নাযীম আল মামুন, হাবিবুন নবী আশিকুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ আরাফাত উল্লাহ, সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন, সহকারী শিক্ষক মো: জালাল উদ্দিন, প্রভাষক মোঃ এমদাদুল হক, সহকারি পরিচালক কামরুল হাসান, মোহাম্মদ মোস্তফা কামাল প্রবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ছিলেন শাখা কর্মকর্তা মো: জিয়াউল হক, অফিসার শিমুল মজুমদার, ইফতেখার আহমেদ তুহিন, আবির চৌধুরী, মোঃ সাইফুদ্দীন , মো: হাসান আহমেদ, মোঃ জহিরুল ইসলাম, মো: হারেস ইবনে কাসেম, শাহপরান, মোঃ মোসারফ হোসেন ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত এক ঝাঁক তরুণ উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক পরামর্শ ও শিক্ষার বিভিন্ন সহজ উপকরণ কিভাবে পাওয়া সম্ভব সর্বোপরি শিক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। শিক্ষা, সমাজকর্ম এবং আস্থা এই তিনটি বিষয়ের ইন্টিগ্রেশন এর মাধ্যমে পানিপাড়া গ্রামটি’কে আলোকিত গ্রাম হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই। এছাড়াও সমাজের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে ফাউন্ডেশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।
এই ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সুশীল সমাজ বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এই ফাউন্ডেশন এর কার্যক্রম গতিশীল করার জন্য পানিপাড়া গ্রামের শিক্ষিত সমাজকে ফাউন্ডেশনের সাথে যুক্ত থেকে পানিপাড়া গ্রামকে আলোকিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।