1. zobairahmed461@gmail.com : Zobair : Zobair Ahammad
  2. Jalalhossen555@gmail.com : Jalal Hossen : Jalal Hossen
  3. khorshed.eco@gmail.com : Khorshed Alom : Khorshed Alom
  4. hossaintnt@live.com : Shah Sumon : Shah Sumon
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ 
কুমিল্লা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তকে জানিপপ চেয়ারম্যানের অভিনন্দন বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিলো সুপরিকল্পিত : ড. কলিমউল্লাহ বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা দিয়েছেন : ড. কলিমউল্লাহ প্রাণ গোপাল দত্তের মনোনায়ন পত্র বৈধ ঘোষনা/কুমিল্লা নিক চান্দিনায় উপ-নির্বাচন: আ’লীগ, প্রার্থী প্রান গোপালের মনোনয়ন দাখিল বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও নেতৃত্বের কারণে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন: ড. কলিমউল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু চর্চা করতে হবে: ড. কলিমউল্লাহ শোষণহীন সমাজ প্রতিষ্ঠা ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন ড. কলিমউল্লাহ বঙ্গবন্ধুর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে : ড. কলিমউল্লাহ চান্দিনা উপজেলা আ’লীগসহ সকল অঙ্গ সংগঠনের একক প্রার্থী প্রাণ গোপাল

চিঠি দিও নীলা

চান্দিনা অনলাইন এক্সপ্লোরার 
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯ বার পড়া হয়েছে 
Address

চিঠি দিও নীলা

লতিফুর রহমান প্রামানিক

কতদিন চিঠি লিখিনি নীলা, কাগজ ছুঁয়েছি কবে মনে নেই,
আগে কত লিখেছি মনে পড়ে?
পিয়ন কতদিন আসে নাই।
নীলার চিঠি হাতে নিয়ে, ডাকপিয়নের হাকডাক,
কতকাল শুনিনি নীলা,  কতকাল শুনিনি।
এখনো বেশ কানে বাজে নীলা, রোজ রাতে একবার,
অনিমেশ তার দরাজ গলায় পড়ে চিঠিতে  বারবার।
তোমার চিঠির আকুতি গুলো তার গলায় এতটা মানায়,
যেন নীলা তুমি অনিমেষ এর মুখে বলছ আমায়।
কত মাধুকরী শব্দের যাচাই-বাছাই, রাফ কাগজের স্তপ,
জমে জমে পাহাড়।
বেছে বেছে প্রিয় শব্দের ঠাঁই, তবেই তা লিখি তোমায়।
হাতের লেখা গুলো কতটা সুন্দর ছিল আমার,
তুমি প্রায়শই বলতে চিঠিতে।
আমার বর্ণগুলো যেন মুক্তোর দানার মতো চিঠিতে,
ঝরে পড়ছে, তুমি হাত বুলাও, পরশে মাখো,
আমি অনুভব করি আজও তাই।
কতবার বলেছ নীলা মনে পড়ে?
দশ পাতার ছোট চিঠি পড়ে নাকি তুমি, চলে যাও সেই রাজ্যে,
যেখানে শুধু পেয়েছ নাকি আমায়,
চিঠি নয় যেন তুমি বল সেটা প্রেম পদ্যে।
কতকাল চিঠি ছুয়ে দেখিনি নীলা, কতকাল,
কতবার চিঠি গুলো তোমার পড়েছি জান নীলা?
কতবার চুম্বনে ভরিয়ে দিয়েছি, পাতায় পাতায়, লাইনে, লাইনে,
এখনো দেখ কিছু কিছু ছিটেফোঁটা লেগে আছে তোমার হাতে।
আবার চিঠি দিয়ো তো নীলা, যেন কতকাল ছুঁয়ে দেখিনি তোমায়,
চিঠির পাতায় পাতায় তোমার স্পর্শ কত পেতে মন চায়,
চিঠি দিও আমায়।

লেখাটি শেয়ার করুন 

আপনার মতামত লেখুনঃ

এই ক্যাটাগরির আরো খবর 
© All rights reserved © 2020 ChandinaOnlineExplorer.com
Theme Customized BY LatestNews