সোস্যাল ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার।
কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দাউদকান্দি থানা পুলিশের কর্মতৎপরতায়
সোস্যাল ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনায় চোরাই ১ টি মনিটর, ১টি স্কেনার মেশিন, ১ টি ডিভিআর মেশিন, ৩ টি সিসিটিভি ক্যামেরা, ১ টি ফিঙ্গার প্রিন্ট মেশিন এবং নগদ ১৮৮,২৫০/- টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনায় জড়িত ম্যানেজার আল আমিন বাবু (৩০)কে আটক করা হয়।
আসামির দেখানো মতে তাহার বসত ঘরের সান-সীটের উপর হইতে নগদ টাকা উদ্ধার করা হয়।
আসামি ইতিপূর্বে ব্যাংকের হিসাব/ভোল্টের টাকা আত্মসাৎ করে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্য নিজেই গতরাত ৭ঃ৩০- ৯ঃ৩০ ঘটিকায় কৌশলে ব্যাংকে প্রবেশ করিয়া মামলার ঘটনা সৃজন করে।
ঘটনায় এজেন্ট ব্যাংকের মালিক মোঃ মাছুম (৪৪) এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার মামলা নং ১৫ তারিখ ৯/২/২১ ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা রুজু করা হয়।
সুত্রঃ কুমিল্লা জেলা পুলিশ