চান্দিনা উপজেলার ভোমরকান্দি ও আশেপাশের গ্রাম গুলোতে প্রতি বছর শুকনো মৌসুমে জমে উঠে মাটি ব্যবসা।
এ এলাকায় কয়েকটি ব্রিকফিল্ড গড়ে উঠায় এবং পাশাপাশি নিচু জমি বরাট করে নতুন বাড়ি নির্মাণে মাটির খুব চাহিদা দেখা দেয়।
মূলত এই সুযোগটিই কাজে লাগাচ্ছেন জমি কিনে মাটি ব্যবসায়ীরা ও বিভিন্ন জমির মালিকেরা।
এসব জমির মালিকেরা জমির উপরের অংশ (টপ মাটি) থেকে ১/২ ফুট মাটি বিক্রি করে দেয়। এতে করে দেখা যাচ্ছে জমিতে ফসল ফলন কম হয়, কোনো কোনো জমিতে ফসলই ফলে না। তারপরেও কিছু কিছু জমির মালিক অতিমুনাফার লোভে জমি ব্যবসায়ীদের নিকট মাটি বিক্রি করেই চলছে।
মাটি পরিবহন করা হয় জমি চাষের জন্য ব্যবহৃরিত ট্রাকে ট্রলি লাগিয়ে। যা কিনা অবৈধ। এসব ট্রাকে নিয়োমিত পরিবহনের ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে এক বছর আগে নির্মিত ভোমরকান্দি থেকে ঝলম যাওয়ার সড়ক টি।
ছাড়াও লাইসেন্স বিহীন ড্রাইবার রা বেপরোয়া ভাবে ট্রাক গুলো চালানোর কারণে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্গটনার শিকার হচ্ছে। এ সড়কে সাধারণ মানুষের চলাচলেও অনেক সমস্যা হচ্ছে।
এলাকাবাসীর দাবি এসব ফসলি জমি ও সরকারি সড়ক রক্ষার্থে চান্দিনা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।