চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা উপজেলার ৭ নং এতবারপুর ইউনিয়ন পরিষদের বানিয়াচং ৭ নং ওয়ার্ডের স্বামী হারা আনোয়ারা বেগমের ঘর এটি, দীর্ঘ ৬ মাস ঘুরে ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে ও তার ঘর পাচ্ছে না।
আমি মানবিক দৃষ্টি রেখে বলছি, চান্দিনা উপজেলার মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ওনাকে একটা ঘর উপহার দেওয়ার জন্য।
এবং চান্দিনা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসারের সু-সৃষ্টি কামনা করছি Uno Chandina
নোটঃ ওনার ঘর ছিল রাস্তা করার প্রয়োজনে ওনার ঘরটি ভেংগে করতে হয়েছে। রাস্তা ঠিক এ হয়েছে ওনার ঘর আর হয় নাই। সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল একটি ঘর দেওয়া হবে।
মুজিব বর্ষের অঙ্গিকার
গৃহহীন থাকবে না কোন পরিবার
এই স্লোগানকে সামনে রেখে
কাজ করার জন্য আহবান জানাবো।