বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করে একের পর এক আইন লঙ্গন করছে কিছু অনলাইন পোর্টাল এবং এদের মধ্যে অন্যতম সকালের খবর নামে একটি। সম্প্রতি রসায়ন এবং জিডিএস বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার করছে এই অনলাইন পত্রিকাগুলো।
জানা যায় জিডিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ইংরেজি দৈনিক পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেস এ (৫ নভেম্বর, ২০২০) এবং বাংলা দৈনিক পত্রিকা ভোরের পাতায় প্রকাশিত হয়েছিল (৪ নভেম্বর, ২০২০) যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংরক্ষিত আছে। এই বিজ্ঞপ্তি আমাদের পত্রিকার কাছেও সংরক্ষিত আছে।
প্রসাশনের বরাত দিয়ে জানা যায় বর্তমানে পিএনডি মিটিংএ(জুম মিটিং) জিডিএস এর চ্যয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএএনসিসিও এবং জিডিএস এর সহযোগী অধ্যাপক হুমায়ূন কবির। পিএনডি মিটিংএ ৫ জন প্রার্থীর মধ্যে ৫ জনকেই ভাইবা পরীক্ষার জন্য অনুমোদন দেয়া হয়। ৫ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ভাইবা পরিক্ষা নেয়ার শর্ত পূরন করায় নতুন করে সার্কুলার দেয়ার প্রয়োজন হয়নি।
এইসব ভুয়া এবং মিথ্যা সংবাদের ব্যপারে পুলিশের সাইবার ইউনিটকে সংবাদের লিঙ্ক পাঠানো হয়। এই ব্যপারে পুলিশের সাইবার ইউনিটের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুকসেদুল হক জানান, এইসব পত্রিকাগুলো মিথ্যা তথ্য প্রচারের জন্যই তৈরি এবং আমরা এই পত্রিকা পর্যবেক্ষণ করে বুঝতে পারি অধিকাংশই মিথ্যা, উস্কানিমূলক এবং ভুয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসব।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “প্রশাসন এই ভুয়া, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক সংবাদের ব্যপারে তৎপর; তিনি আরও জানান সংশ্লিষ্ট প্রশাসনকে তথ্য প্রদান করা হয়েছে এবং পুলিশের সাইবার ইউনিট এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে, আশা করছি এদের শাস্তি নিশ্চিত হবে”।