।।বেরোবি প্রতিনিধি।।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসিকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও । বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর, ২০২০) মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান বিইউপি’র ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করেন।
বুধবার (৬ জানুয়ারি, ২০২১) সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ এ তাঁকে অভিনন্দন জানান বেরোবি ভাইস-চ্যান্সেলর। এসময় ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। গবেষণা ও উচ্চ শিক্ষার উৎকর্ষ সাধনে দুই বিশ^বিদ্যালয় একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। উল্লেখ্য, বিইউপিতে যোগদানের পূর্বে মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর লগ এরিয়া কমান্ডার হিসেবে ঢাকায় নিয়োজিত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।