।।চান্দিনা প্রতিনিধি।।
আজ ২৪ নভেম্বর চান্দিনা উপজেলা নির্বাচন কার্যালয় হতে মাইজখারের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মোট চুড়ান্ত প্রার্থী সাত জনকে প্রতীক দেওয়া হয়। পাঁচ গ্রাম নিয়ে এই ওয়ার্ডটি গঠিত।যার মধ্যে কামারখোলা একটি অন্যতম গ্রাম, কেননা এই উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই গ্রামের জনতার মেম্বার মরহুম জয়নাল আবেদীনে মৃত্যু জনিত কারণে।
চারজন একই গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় মেম্বার নির্বাচনে এই গ্রামের প্রার্থী হতে জয়ী মেম্বার হওয়ার সম্ভাবনাক্ষীন।
প্রতীক পাওয়া পর কামারখোলা গ্রামের একজন সাধারন ভোটার মাসুদ সাহেবের নিকট জানতে চেয়ে চিলাম চারজন প্রার্থী কেন এবং আপনি কাকে ভোট দিবেন তিনি অনেকটা ব্যঙ্গাত্মক ভাবে বললেন দেখেন ভোটের দিন আমি কামারখোলা পূর্বপাড়া মিঠুর বাড়িতে আপেল দিয়ে নাস্তা করে ফারুক ভাইয়ের বাড়িতে এসে ঘড়ে তালা দিয়ে মোতালেবের কাছে ফুটবল নিয়ে বাসারকে বলবো চল ঘুড়ি উড়াতে করতলা কেন্দ্র যাই।
কিন্তু কেন, কারণ তাঁরা আমার এই ছোট্র গ্রামের সন্তান কাকে আমি ভোট দিবো তারা সবাই আমার পছন্দের এবং নির্বাচন করছে মিঠু,ফারুক, মোতালেব ও বাসার যথাক্রমে আপেল,তালা,ফুটবল ও ঘুড়ি মার্কা নিয়ে।