।।চান্দিনা প্রতিনিধি।।
চান্দিনার মাইজখারের ৭ নং ওয়ার্ড মেম্বার উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামীকাল।মাইজখার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ২০২০ এর অধীনে ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে প্রতীক(মার্কা) প্রদান করা হবে আগামীকাল ২৪ নভেম্বর চান্দিনা উপজেলা নির্বাচন কার্যালয় অফিস হতে।তবে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের চা দোকানে ঘুরে উক্ত ৭ মেম্বার পদপ্রার্থীদের সমর্থক ও অনুসারীরাদের ভাষ্যমতে সব মেম্বার পদপ্রার্থী মোরগ মার্কা নিয়ে নির্বাচন করতে চান।তাই বলা যায় মোরগ একটি মালিকানার দাবী ৭ মেম্বার পদপ্রার্থীর।
সর্বশেষ তথ্য মতে চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৭ জন। যার মধ্যে ৪ জন একই গ্রাম কামারখোলার।তাঁরা হলেন মরহুম করিম মেম্বার সাহেবের ভাতিজা মোঃ ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর সাহেবের সু্যোগ্য সন্তান মোঃ মোতালেব, জনতার মেম্বার মরহুম জয়নাল আবেদীনের সুযোগ সন্তান মোঃ আবুল বাসার,কামারখোলা পূর্বপাড়া ভূইয়া বাড়ির মোঃ মিঠু।এছাড়া প্রার্থী হয়েছেন মাধারপুর ও করতলা গ্রামের মোঃ জয়নাল,মোঃ আলমগীর হোসেন,মোঃ ইউসুফ। উল্লেখ্য যে মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক সাহেবের সমর্থক ফোরাম মোরগ মার্কা প্রস্তাব করে ইতোঃমধ্যে একটি নির্বাচনী গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরে।সেই গানটি ফেইসবুকে ভাইরাল হয়ে যায়।
তবে প্রকৃতি ভাবে মোরগ মার্কা নিয়ে নির্বাচন কে করছেন তা জানা যাবে আগামীকাল প্রতীক বরাদ্দের পরেই।
এই উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।