।।চান্দিনা প্রতিনিধি।।
আজ ২০ নভেম্বর বাদ জুম্মা মাইজখার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড উপ-নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক কের নিজ বাস ভবনে নির্বাচন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার জনাব মানিক মেম্বার, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্সের মসজিদের পেশ ইমাম মুফতি মাসুম বিল্লাহ হানাফি, কামারখোলা গ্রামের কৃতি সন্তান দুদকের উপ-পরিচালক জনাব নুরুল ইসলাম, বিইউপির সেকশন অফিসার জনাব মোঃ আবু কাউসার, কামারখোলা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বিরাসহ এক ঝাঁক কামারখোলা যুব সমাজ।
এই সময় মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক সকলের নিকট দোয়া চেয়েছেন ও বলেন “দোয়া মাহফিলে উপস্থিত জনতা প্রমাণ করে মোঃ ওমর ফারুক কামারখোলা গ্রামের একক প্রার্থী।”
এই কথা উপস্থিত সকলে সমর্থন করেন।