।।চান্দিনা প্রতিনিধি।।
মাইজখারের উপ-নির্বাচন ২০২০ এর ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেবের চান্দিনা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতির জনাব মুনতাকীম আশরাফ টিটু সিআইপির সাথে সৌজন্য সাক্ষাতকরেন। মাইজখারের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন বিষয়ক দুই জনের একান্ত আলাপচারিতায় নানা বিষয় নিয়ে কথা বলেন।
মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেব আওয়ামী লীগের দলীয় প্রার্থী বলে ৭ নং ওয়ার্ডবাসী মনে করে।
মোঃ মোতালেব মনে করেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নীতিনির্ধারনী ফোরাম শ্রীঘ্রচএ ব্যাপারের সিদ্ধান্ততে পৌছাবেন বলে আমি মনে করি।