কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেন সরকারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) নয়নের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দাউদকান্দির গৌরিপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্ৰামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত একটা পর্যন্ত নয়ন মোবাইলে কথা বলেছে বলে কল রেকর্ড থেকে জানা গেছে। তবে মরদেহ উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, বুধবার ভোরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রেখে যেতে পারে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট এবং পিবিআই রয়েছে।