বেরোবি প্রতিনিধি : অবৈধভাবে বিভিন্ন নথি সরিয়ে রাখার দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহকারী রেজিষ্ট্রার মোহাম্মদ আলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার প্রশাসনের এ সিদ্ধান্তের কথা মোহাম্মদ আলীকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
মোহাম্মদ আলীর বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে গোপনীয় তদন্ত প্রতিবেদন, সংস্থাপন শাখার গোপনীয় নথি, চাকরির আবেদনের সারসংক্ষেও, কর্মকর্তা দের ব্যক্তিগত ফাইলের কপিসহ বিভিন্ন নথিপত্র নিজের কাছে রেখেছিলেন। এছাড়াও তিনি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বদলি হওয়ার পরও সংশ্লিষ্ট কাগজপত্র দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বুঝিয়ে না দিয়ে নিজের কাছে রেখেছিলেন।
উল্লেখিত বিষয়ের জবাব চেয়ে গত ২৪ সেপ্টেম্ভর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো চিঠি হাতে পাইনি।