ওমান প্রবাসী তিন ভাই বোয়ালখালী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার সামসুল আলমের দুই পত্র মোহাম্মদ জানে আলম ও মোহাম্মদ হাবিব কে জবাই করে হত্যা এবং তাদের অপর আরেক ভাই বদিউল আলম কে ছুরিকাঘাত করে পালিয়েছে তাদের আত্মীয় আপন খালাতো বোনের ছেলে। খুনির নাম জাবেদ বলে জানা গিয়েছে।
এ ঘটনার পর খুনিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওমানের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টাইমস অফ ওমানের সূত্রমতে জানা যায়। ঘটনার পর খুনি ওই শহর ছেড়ে পালিয়েছে। ওমান পুলিশ খুনি কে ধরতে ওমানের নিউজ চ্যানেলে ও নিউজ পোর্টাল গুলুতে খুনির ছবি সহ প্রচার করছে। যদি কেউ এই খুনি কে কোথায় দেখে তাহলে তারা যেন অতি শিগ্রই নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করে।
অথবা ৯৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশ অপারেশন সেন্টারকে জানানোর নির্ধেশ দেওয়া হয়েছে।
খুনি আজ সকাল ১১ তাই ধরা পড়েছে। এবং সে এখন ওমান পুলিশের হেফাজতে আছে।