বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা ও ডাকসুর বিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিপি নুরুর একটি ফেইসবুক স্ট্যাটাছে বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। তিনি এমন কোনো অপকর্মের সাথে কখনোই জড়িত ছিলেন না। এটি একটি ষড়যন্ত্র ও হয়রানি মূলক বলে তিনি দাবি করেছেন।
আজ সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়েছে। এবং শিগ্রই এই মিথ্যে মামলা তুলে নেওয়ার জন্য অবেধন করেছেন।
গতরাতে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর সাহেবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মামলার মূল আসামী হাসান আল মামুন আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
চলতি বছরের ৩ জানুয়ারি পূর্বপরিকল্পিতভাবে লালবাগের নবাবগঞ্জ রোডের একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে গুরুতর অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর।