বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবধান রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। করোনা মহামারীতে প্রায় অনেক দেশেই দেখা দিয়েছে কাজের সংকট। বিশেষ করে মালয়েশিয়া , সিঙ্গাপুর ও মিডেল ইস্টের প্রায় সব গুলো দেশে। বেকারত্ব নিয়ে দেশে ফিরেছে হাজারো শ্রমিক।
প্রবাস ফেরত শ্রমিকদের নিয়ে যখন সারাদেশ চিন্তিত ? টিভির পর্দায় টকশো গরম করে তাদের পুনর্বাসন নিয়ে ? ঠিক সেই সময়টিতে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যস্ত ছিল শ্রমিকদের জন্য নতুন ঠিকানা খোঁজার।
তারই দ্বারাবাহিকতায় নতুন করে ৬ দেশে শ্রমিক রপ্তানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে শিগ্রই খুলতে যাচ্ছে ৬ টি দেশের দরজা।
সেই ছয়টি দেশ হচ্ছে ক্যাম্বোডিয়া, পোল্যান্ড, চায়না , ক্রোশিয়া, রোমানিয়া এবং সেইশ্যালস।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিক থেকে সেসব দেশে শ্রমিক পাঠানো শুরু করবে সরকার।
সূত্রঃ পররাষ্ট্র মন্ত্রণালয়