প্রিয় মানুষ
-সাদ্দাম হোসেন
ইইই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
একটা থাকে কাছের মানুষ, রোজ প্রতিদিন দেখা দিও,
সে মানুষটি খুবই আপন, ভীষণ ভীষণ যত্ন নিও।
রাগ তো একটু হবেই যখন, সে মানুষটি ব্যস্ত ভীষণ,
তবু খানিক অস্থির হয়ো- “ফিরবে কখন ফিরবে কখন?”
সকাল সকাল ডেকে দিও- “এত এত ঘুমটা কীসের?”
-“তোমার জ্বালায় শান্তি পাই না!”- জীবনটা সে ভাববে বিষের!
সে কি কাটায় দীর্ঘ প্রবাস? মাঝে মাঝে পত্র দিও
নাওয়া খাওয়া ঠিক রাখে কি? একটুখানি বকা দিও।
চাঁদজোৎস্না তার প্রিয় খুব? ইচ্ছেগুলো যেনোতেনো?
এককাপ চা এগিয়ে দিও, চা কাপে ঠোট লাগে যেন।
মাঝেমাঝে জানতে চেয়ো- বৃষ্টি কেমন ভালোবাসে
“একটি কদম কোথায় পাব এই নগরীর আশেপাশে?”
লাল নাকি নীল তার প্রিয় রঙ? চিরাচরিত সাদাকালো?
এত এত রঙ থাকিতে নীল কেন তার প্রিয় হল!
নীলটা নাকি কষ্টের রঙ, তার বুকে কত কষ্ট আছে!
তাকে একটু ছুঁয়ে দেখো, তার কি তখন বুকটা নাচে?
সে কি হাসে নির্জনতায়? তবে সেটা বুকের ক্ষত!
একটুকুতেই কেঁদে ফেলে? তবে সে তো কোমল-হৃদ।
সে মানুষটি ভুল করেছে তোমার চোখের অন্তরালে?
তবু তুমি পাশে থেকো, পাশে থেকো ক্রান্তিকালে।