ধামতীর পীর মাওলানা আবদুল হালিমের ইন্তেকাল, জানাযা কাল বাদ জোহর
ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী দরবারের সম্মানিত পীর, উস্তাজুল ওলামা মাওলানা আবদুল হালিম আজ দুপুর ৩ টায় ধামতী নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, মাওলানা আবদুল হালিম (রহ.) প্রায় ৩০ বছর ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুকাল পর্যন্ত ধামতী দরবারের পীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে দেশ-বিদেশে তার অনেক ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রয়েছে। তাছাড়া তিনি অনেক উঁচু মাপের বুযুর্গ ব্যক্তি ছিলেন। মৃত্যুকাল পর্যন্ত তিনি ইলম ও দ্বীনের বহু খিদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর হাতে গড়া বহু আলেম-ওলামা দ্বীনের বিভিন্ন খেদমতে আছেন।