সবার থেকে তিনি একটু আলাদা। বিল থেকে মাছ ধরে পাশের বাজারে বিক্রি করে যে টাকা আসে সে টাকা দিয়ে তার সংসার চালাতে হয়। বলছিলাম জেলে হারু মিয়ার( ছদ্মনাম) কথা। সংসারে চার ছেলে ও এক মেয়ে তাদের মধ্যে বড় ছেলে কলেজে ভর্তি হবে এবার, মেজো ছেলে পড়ছে দশম শ্রেণীতে, তারপর জন অষ্টম শ্রেণিতে এবং ছোট ছেলে ষষ্ট শ্রেণিতে আর হ্যা মেয়েটার বিয়ে হয়েছে দুবছর হলো। তাঁকে অন্য সবার থেকে আলাদা বলার কারণ যেখানে বেশি রোজগারের আশায় সব জেলেরা সন্তানদেরকে মাছ ধরতে নামিয়ে দেয় সেখানে হারু মিয়া তার সন্তানদের স্কুল- কলেজে পাঠায়। ছোট্ট একটি নৌকা আর জাল নিয়ে এই বিলে তাঁর ছুটে চলা।
রিয়াজ হোসাইন
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় mddirazsheik909@gmail.com