প্রার্থনা
– সাদ্দাম হোসেন
প্রভু, আমি তোমার অবাধ্য দাস
তুচ্ছ থেকে তুচ্ছতরো
সকল কিছুই তোমার অধীন,
অধীন বিশ্বচরাচরও।
.
প্রভু, আমি যখন পথহারা হই,
সত্যপথের দিশা দিও
প্রভু, তুমি যাদের ভালোবাসো
আমায় তাদের মাঝে নিও।
.
প্রভু, যুলুম থেকে নুরের দিকে
আমায় রেখো অগ্রগামী
প্রভু, আমার কাছে বানিয়ে দিও
ঈমানটাকে সবচে’ দামী।
.
প্রভু, আমার মাঝে অহঙ্কারের
বীজ রেখো না বিন্দুসমান
প্রভু, আমায় রেখো গোলাম করে,
যারা তোমার প্রিয় গোলাম।
.
প্রভু, আমার মনে কুরআনখানি
বানিয়ে দিও বসন্তকাল
প্রভু, তোমার জন্য প্রশংসা সব,
শেষ হবে না অনন্তকাল।
.
প্রভু, আমায় এমন সঙ্গী দিও,
চক্ষু যেমন শীতল করে,
প্রভু, আমার পরের প্রজন্মও
যেন সত্যপথের আমল করে।
.
প্রভু, তুমি যাদের দান করেছো
তোমার রহম অঢেল ধারায়,
প্রভু, আমায় তাদের শামিল কোরো,
যারা তোমার বাণী ছড়ায়।
.
প্রভু, রোজ হাশরে হিসাব নিলে
বলবোটা কী, ধূর্ত আমি!
তোমার জাতের দোহাই প্রভু,
আমি তোমার করুণাকামী।
.
প্রভু, আমার দুচোখ অশ্রুবিহীন,
সব অনুযোগ স্বেচ্ছাচারী,
প্রভু, তোমার কাছে ক্ষমা ছাড়া,
কী বা আমি চাইতে পারি?
.
প্রভু, তুমি যাদের ক্ষমা করো,
তারাই সফল অধিকারী,
প্রভু, জান্নাতে তো অনেক আছে,
আমায় দিও একটা বাড়ি।
অসাধারণ ভাইয়া