স্বর-ব্যঞ্জন মালা দিয়ে বেধেছি মোরা রক্তের বন্ধন
যেই রক্ত বাচাতে পারে শত নর-নারীর স্পন্দন।
সেই রক্ত দিলে পরে যাবেনা তোমার জান
বিনিময়ে ফিরে পাবে শত শত রোগীর প্রাণ।
ভয় যদি পাও গো ওহে রক্ত দেওয়ার সময়
সেই রক্ত লাগতে পারে তোমারও দুঃসময়।
তখন তুমি কোথা পাবে রক্তদাতার খোঁজ
এখন যদি সঙ্গি না হও রক্তযোদ্ধাদের রোজ।
জীবন মোদের রক্তে গড়া,রক্তে গড়া প্রাণ
তাইতো মোরা ছুটে চলি রক্তে বাচাতে জান।
সেই রক্ত দিলে ওহে যাবে না তোমার মান
সম্মান তোমার বাড়বে যদি করো ৩৫০ মিলি রক্তদান।
রক্তদানে শত উপকার, ধর্মীয় দিক থেকেও নেকী
তাই তুমি রক্তদানে দিওনা আর ফাকি
হেপাটাইটিস,সিফিলিস,এইডস পরিক্ষা উচ্চ মুল্য
নিয়মিত রক্তদানে জানতে পারবে বিনা মুল্যে
রক্তদানে শত উপকার আরো জানতে চাও
রক্ত দিয়ে ক্যান্সারের ঝুকি,রক্তে কোলস্টরেল কমাও।
মনের ভয়কে দূর করিয়ে রক্ত মোদের দিতেই হবে
যেই রক্তেই বাঁচাতে পারে অসুস্থ রোগীর প্রাণ ।
জীবন মোরা গড়তে রাজি যদিও করতে হয় ভয়কে বাজি।
সেই ভয়কে কাটিয়ে তুলে করবো মোরা রক্ত দান, জীবন দান….!
মুহাম্মদ নুরুল আজিম
গ্রাম-পোমরা, মাইজপাড়া।
থানা-রাংগুনিয়া
জেলা-চট্রগ্রাম
কার্যকরী সদস্য-রাংগুনিয়া মর্ডান ব্লাড ডোনেশন ক্লাব।