বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে সম্প্রতি দুইটি প্রজেক্টর ও অনুবাদক যন্ত্র স্থাপন করা হয়েছে। প্রজেক্টর ও অনুবাদক যন্ত্র স্থাপনের ফলে মসজিদের ইমামের খুতবার বয়ান আরবি থেকে বাংলায় সরাসরি অনুবাদিত হয়। বাংলা ভাষায় কোরআন ও হাদিসের আরবি বর্ননাগুলি প্রজেক্টারের মাধ্যমে দেখতে পারায় সহজে বুঝতে পারেন মুসল্লিবৃন্দ। বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন ও আধুনিকায়নে ধারাবাহিকভাবে এগিয়ে নেয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় জামে মসজিদে এধরনের সুবিধার সংযোজন করা হয়েছে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি