কবিতার নাম – আমাকে চিনবে তো?
লেখক – লতিফুর রহমান প্রামানিক
সেই তোমাকে দেখেছি কবে , কুড়ি বছর ছুইছুই,
ছোট্ট কাঠাল গাছটা আজ মা হয়েছে,
তার তলায় বসে প্রথম কথা হয় আমাদের,
একটা নীল জামা, আমি লাল পাঞ্জাবি।
তুমি তখন উনিশ, আর আমি বাইশে।
সেই গাছ আজ
বছর বছর মুকুলে, ফলে ভরপুর
ভরা যৌবন ছাড়িয়ে,
আজ সে অনেকখানি ক্লান্ত।
সারা শরীরে ছত্রাকের ছোপধরা বসতি।
আর কিছুবছর বাদ বুড়ো হয়ে যাবে,
অনেকটা আমার মতো।
কালো চুলের ফাঁকে ফাঁকে, ক’টা সাদা চুল,
উস্কো খুস্ক কাঠাল গাছটার শরীরটার মতো।
আমাকে দেখলে চিনবে তো?
কাঠাল গাছটাও তো চিনবে না আর?
তবে জায়গা টা তো চিনবে?
কলাভবনের নাক বরাবর,
পায়ের ধাপ ধরে ধরে দশ কদম।
একটা লোক তার নিচে এদিকে ওদিকে তাকিয়ে,
সাদা পাঞ্জাবী, খোচাখোচা কাঁচা-পাকা দাড়ি,
সেটাই আমি।
এবার চিনবে তো?