মাঝে মাঝে একটা ইচ্ছা জাগে
সবার থেকে লুকাই আগে
সৃষ্টিকর্তা যদি দিত সুযোগ
এক দিনের জন্য মৃত্যুমুখ।
বিদায় নিয়ে দেখতাম আমি নিরব হয়ে
আত্নীয় স্বজন করছে কি আমায় নিয়ে!
কেউ কি আমার জন্য ফেলছে চোখের জল?
নাকি চলে যাওয়ার শোকে করছে কোলাহল?
বেঁচে থাকতে শুনিনি কোন গুনের খবর
এখন কি কাটছে গুনের জাবর?
যে বেঁচে থেকে পায়না কদর
মরোনত্তর পুরস্কার জানাই সদর।
কেউ না কাঁদুক, দুজনের খবর জানি
আব্বু আম্মু ফেলবে চোখের পানি
মুখে হাত রেখে বলবে হিরারখণি
ফিরে আয় বুকে সোনামনি।
বন্ধু বান্ধব বলবে আহা!
যাচ্ছিল বেশ ভালো তাহার
কেউ বলবে বেশ ভালো ছিলো
চোখ মুখেতে আলো ছিল
দু’ চোখ ভরে মায়া ছিল
ভালোবাসার মন ছিল
মায়ায় বেঁধে চলে গেল।
লিখেছেনঃ
শামসুন নাহার রুমা
অনেক সুন্দর একটি কবিতা..বাস্তবতায় জড়ানো
Thanks on behalf of the writers.