জনসাধারণের এ দুর্ভোগের শেষ কোথায়!
বাসভাড়া বাড়ালেন ৬০%, কিন্তু আসলে বাড়লো কতো? ১০০%। ১০০% কেনো বাঁড়ানো হয়েছে? ১ সীট বাদ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সবাই চলাচল করে, কিন্তু কোথায় সেই সামাজিক দূরত্ব! ভাড়া ত দ্বিগুন আছেই। যেখানে ২ সীটের ভাড়া ছিলো ১৬০%, এখন সেই ২ সীটের ভাড়া ৪০০%। এ দৌড়াত্ব আর কত সহ্য করতে হবে?
এ বেপরোয়া গণপরিবহন সেক্টরের পরিবর্তন কি কখনোই আসবে না?
*ছবিতেঃ প্রতি সীটে ২জন করে বসিয়ে ফ্লোরেও মানুষ নিয়েছে, ছবিটি গত ৯ অগাস্ট কুমিল্লা সিলেট পরিবহনের বাস থেকে তুলা।