লেবাননে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
লেবাননের বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণে লন্ডভন্ড হয়ে যাওয়ায় সেখানে মানবেতর জীবন যাপন করছে স্হানীয়রা। মুহুর্তেই ধ্বংস হয়ে গিয়েছে বৈরুত। এ মুহুর্তে লেবাননের প্রচুর মানবিক সহায়তার দরকার।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।তিনি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এর কাছে লেবাননে জরুরি সহায়তা পাঠানো যায় কিনা সেটি দেখতে বলেছেন। বাস্তবিক অর্থে লেবাননের এই অসময়ে আমরা যদি জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে।
এছাড়া লেবাননে দেড় লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন। বিষ্ফোরণের ঘঠনায় ৮০ জন বাংলাদেশী আহত হয়েছেন এবং চিকিৎসারত অবস্হায় ৩ জন মারা গিয়েছেন। সেখানে আটকে পড়া প্রবাসীদের জন্যেও জরুরিভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সহায়তা দরকার। যেটি লেবাননের এই পরিস্হিতিতে তাদের পক্ষে যোগান দেওয়া সম্ভবপর বলে মনে হচ্ছেনা। তাই সামগ্রীক দিক বিবেচনা করে অতি দ্রুত লেবাননে জরুরি সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ।
সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম বাংলাদেশ
ছবিঃ- বিষ্ফোরণের কেন্দ্রস্হল থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা বিজয়ের অবস্হান।