পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক এবং প্রবাসি ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে কোরবানি ঈদের পরের দিন ৩৫ তম #গেয়ারভী শরিপ অনুষ্টিত হতে যাচ্ছে।
স্থানঃ- পানিপাড়া আলিম মাদ্রাসার হল রুম।
দিনঃ- কোরবানি ঈদের পরের দিন।
সময় ঃ- সকাল ১০ টায়।
এবং ৩৮তম বিসিএস ক্যাডার (শিক্ষা) সুপারিশ প্রাপ্ত হওয়ায়
#মোঃ এমদাদুল হক কে শুভেচ্ছা স্মারক প্রদান।ও
বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার, কুমিল্লার জেলা শাখার সভাপতি হওয়ায়। ছাত্রনেতা
#মোঃ- জাবের হোসেন কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।
#প্রধান অতিথিঃ-মাওলানা #ফজলুর রহমান সাহেব।
সাবেক প্রেন্সিপাল, পানিপাড়া আলিম মাদ্রাসা।
এবং সভাপতিত্বে করিবেনঃ- মাওলানা #কাজী মফিজুল ইসলাম সাহেব।
প্রেন্সিপাল, পানিপাড়া আলিম মাদ্রাসা।
এ ছাড়াও মাদ্রাসার শিক্ষকগন এবং বর্তমান ও সাবেক ছাত্রসহ এলাকার সম্মানিত ব্যক্তিরা উপস্থিত থাকতেন।
সৌজন্যেঃ- #পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক এবং প্রবাসি ছাত্রকল্যাণ পরিষদ।
চান্দিনা, কুমিল্লা।