1. zobairahmed461@gmail.com : Zobair : Zobair Ahammad
  2. khorshed.eco@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  3. robelmoh5@gmail.com : Rubel Ahmed : Rubel Ahmed
  4. hossaintnt@live.com : Shah Sumon : Shah Sumon
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ 
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটির ১৫ আগস্টের শোক ও বঙ্গবন্ধু জীবন ও আর্দশ শীর্ষক আলোচনা সভা কুমিল্লার বরুড়ায় ছেলের হাতে বাবা খুন বরুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ শিক্ষা ও ঐতিহ্যে পানিপাড়া ফাউন্ডেশনের‌ মানবতার সেবায় পথ চলা শুরু একটি নিখোঁজ সংবাদ ‘ভবিষ্যতে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প’ – চান্দিনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চান্দিনায় রাস্তার বেহালদশা: দেখার কেউ নেই! মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মহাসড়কে প্রাণ গেলো পিতা-পুত্রের চান্দিনায় বাগান প্রেমীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আজ হাজিয়া সোফিয়া মসজিদের দুর্দান্ত উদ্বোধনীতে যা যা থাকছে

সাইফুল ইসলাম রুবাইয়াৎ
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১০৯ Time View
  1. বিশ্বের কোটি কোটি মুসলিমের নজর এখন ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়ার দিকে। সেকুলার দুঃশাসনে ৮৬ বছর ধরে জাদুঘর হিসেবে ব্যবহৃত হওয়ার পর, পুনরায় আজ জুমার নামাজের মধ্য দিয়ে এ ঐতিহাসিক স্থাপনাটি মসজিদ হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে শুধু তুর্কিদেরই নয়, বরং সারা মুসলিম জাহানেই অন্য রকম এক অনুভূতি কাজ করছে। ব্যাপক জমকালো আয়োজন করেছে কর্তৃপক্ষ।

সামাজিক দূরত্ব ও ইসলামী বিধি মেনেই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইস্তাম্বুল দুর্দান্ত উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। শহরটির গভর্নর আলী ইয়ারলিকায়া গতকাল (বৃহস্পতিবার) বলেছেন: আমরা জানি – আমাদের দর্শনার্থীদের হাজিয়া সোফিয়ায় নামাজ পড়ার সবচেয়ে বড় ইচ্ছা। আর তা সঠিকভাবে পূরণে প্রয়োজনীয় সতর্কতা নেয়া হচ্ছে। মসজিদটি সকাল ১০টায় দর্শণার্থীদের জন্যে খুলে দেয়া হবে এবং পরদিন সকাল পর্যন্ত খোলা থাকবে যেনো প্রত্যেকেই নামাজের জন্যে পর্যাপ্ত সময় পান। প্রচণ্ড ভীড়ের জন্যে নামাজ পড়ার পাঁচটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এগুলোর দুটি মহিলাদের জন্যে। সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন না করে প্রত্যেকের নামাজ পড়ার জন্যে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা রাখা হয়েছে। ১১টি চেক পয়েন্ট দিয়ে কঠোর নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করতে হবে। দ্রুত ও সহজে মসজিদে প্রবেশের জন্যে আমরা দর্শণার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছি। তারা যেনো কোনো ধরণের ব্যাগ না নিয়ে আসেন। দর্শনার্থীদের তাপমাত্রাও পরীক্ষা করা হবে এবং মাস্ক পরাও বাধ্যতামূলক থাকবে। ১৭টি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে – যেখানে ৭৩৬ জন স্বাস্থ্যকর্মী ১০১টি গাড়ী ও একটি হেলিকপ্টারের সমন্বিত একটি অ্যাম্বুলেন্স ইউনিটের সাথে সক্রিয়ভাবে কাজ করবেন। বড় জনসমাগমের কারণে কিছু রাস্তাও বন্ধ রাখা হবে। ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটিও (আইবিবি) ব্যাপক উদ্যোগ নিয়েছে। মসজিদে যাতায়াতের জন্যে ২৫টি শাটালার ট্রেন ফ্রি করে দেয়া হয়েছে। এছাড়াও, এ এরিয়াতে পার্কিং ফ্রি করা হয়েছে। মিউনিসিপ্যালিটি কর্তপক্ষ ২৫ হাজার পানির বোতল, মাস্ক, জীবাণুনাশক ও জায়নামাজ সরবরাহের পরিকল্পনা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১,৫০০ লোক জুমার নামাজে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দেশী-বিদেশী পর্যটকদের জন্যে তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলির মাঝে হাজিয়া সোফিয়া অন্যতম।

হাজিয়া সোফিয়া ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর ধরে এটি মসজিদ হিসেবেই পরিচিত ছিলো। এরপর ৮৬ বছর ধরে তা জাদুঘর হিসেবে পরিচিত ছিলো। ১৯৮৫ সালে যাদুঘর হিসেবে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাযর অন্তর্ভুক্ত হয়।

চলতি মাসের ১০ তারিখে তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রূপান্তরের আদেশটি রহিত করায় হাজিয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোনো বাধা থাকেনি। মসজিদে পুনঃরূপান্তরের পর, ১৬ই জুলাই তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর এটি পরিচালনার জন্যে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে একটি সহযোগিতা চুক্তি করে। এ চুক্তির অধীনে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এটির সংস্কার ও সংরক্ষণের কাজ তদারকি করবে এবং ধর্ম বিষয়ক অধিদপ্তর ধর্মীয় সেবা তদারকি করবে।

 

সূত্র: ডেইলি সাবাহ।

শেয়ার করুন 

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category

চান্দিনা অনলাইন এক্সপ্লোরারে বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2020 ChandinaOnline
Theme Customized BY LatestNews