নামাজ শুরুর কয়েকদিন আগেই হঠাৎ ঐতিহাসিক হাজিয়া সোফিয়া মসজিদ পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। পরিদর্শন শেষে মসজিদটির রূপান্তর কাজ পর্যালোচনা করেছেন তিনি। একই সাথে ভবনের ভেতরে ভাসমান চিত্রের সাহায্যে সব দেখানো হয়।
তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেত বলেছে – খৃষ্টান ধর্মের যে চিহ্নগুলো সেখানে রয়েছে, তা নামাজে জামাতের সময় পর্দা বা লেজারের সাহায্যে ঢেকে দেয়া হবে। আগামীকালের জুমার নামাজে অংশ নিতে প্রায় ৫০০ মুসল্লীর মাঝে এরদোয়ান থাকবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। জামাতের সময় ছাড়া বাকী সময় দর্শণার্থীদের জন্যে এ স্থান খোলা থাকবে।
চলতি মাসের ১০ তারিখ এরদোয়ান হাজিয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। আগামীকাল (২৪ তারিখ) থেকে মসজিদটিতে নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।