ফিলিস্তিনের আল আকসা মসজিদে জেরুজালেমের মুসলিম অধিবাসীদের অবস্থান অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে আল আকসা মসজিদের ব্যবস্থাপনা পরিষদের প্রধান ওমর কিসওয়ানি।
তিনি আরও বলেন. শিগগির ইসরাইলের দখলদারিত্ব ব্যর্থ হবে। আরব মুসলিমদের উচ্ছেদ অভিযানও ব্যর্থ হবে। ইসরাইল প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে, মসজিদে প্রবেশে বাঁধা দিচ্ছে, নিরাপত্তাকর্মী ও ওয়াকফ বিভাগের কর্মকর্তাদের প্রবেশে করতে দিচ্ছে না। আল আকসা মসজিদ সংরক্ষণে ফিলিস্তিনবাসী জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না।
গোল্ডেন গেইট আল আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অংশ। নামাজের স্থান বন্ধের বিষয়ে ইসরাইলি আদালতের সিদ্ধান্তকে আল আকসা কর্তপক্ষ কখনও সমর্থন করবে না। জেরুজালেমের মুসলিমরা আল আকসার গোল্ডেন গেইটের কাছে নিজেদের এবাদত অব্যাহত রাখবে। তাই আল আকসা মসজিদের মুসলিমদের অবস্থান ধরে রাখতে বিশ্বের মুসলিম ও আরবদের সচেতন হওয়া প্রয়োজন।
সম্প্রতি জেরুজালেমের একটি আদালত আল আকসা মসজিদের মাইন্ট গির্জার প্রাঙ্গণে নির্মিত মসজিদের বাব আর রহমাহ বা গোল্ডেন গেইট বন্ধের সিদ্ধান্ত নেয়। এরপর তাতে স্থানীয় মুসলিমরা প্রবেশ অব্যাহত রাখে।