আজ আনুমানিক রাত ৯ টার দিকে মালদ্বীপেররাজধানী মালে তে ছিন্তাইয়ের শিকার হোন একজন বাংলাদেশী শ্রমিক। জানা গেছে শ্রমিক ভাইটি যখন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন হটাত ছিন্তাইকারীর একজন সদস্য উনার হাত থেকে তার ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে।
শ্রমিক ভাইটি যখন তার ফোম উদ্ধারের জন্য ছিন্তাই কারীর সাথে হাতাহাতি করছেন? এমতাবস্থায় ছিন্তাই কারীর অন্য একজন সদস্য চলতি বাইক দিকে ধাক্কা শ্রমিক ভাইটিকে দেয় এবং ফোনটি নিয়ে ফালিয়ে যায়।
বাইকের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হোন সেই শ্রমিক ভাইটি। পরে মালদ্বীপ পুলিশের সদস্যরা এসে তাকে হস্পিটালে নিয়ে যায়।
মালদ্বীপের প্রায় সব কটি আইল্যান্ডে সচারাচর ছিন্তাইয়ের শিকার হয়ে থাকে সেখানে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা।