বিদেশি পাসপোর্টধারীদের জন্য জরুরী
★যে সকল বিদেশি নাগরিক ১৪ দিন বা তার বেশি সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করেছেন, বিদেশ ভ্রমণের জন্য তাদেরকেও কোভিড ১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিল করতে হবে।
★বিদেশি নাগরিকদের জন্য এ সিদ্ধান্ত আগামী ২৬/০৭/২০২০ তারিখ হতে কার্যকর হবে।
★বিদেশি নাগরিকদের মধ্যে কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ ও তার অঙ্গ সংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না (বিস্তারিত এটাচমেন্টে দেখে নিন)।
★বিদেশি নাগরিকদেরকেও দেশের ১৪ টি জেলার সিভিল সার্জন নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে উপস্থিত হয়ে কোভিড ১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে৷
★দেশি ও বিদেশি নাগরিক উভয়ের ক্ষেত্রেই ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য কোভিড ১৯ পরীক্ষা বাধ্যতামূলক নয়৷
★বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কোভিড ১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিলের বাধ্যবাধকতা ২৩/০৭/২০২০ তারিখ হতে কার্যকর হচ্ছে৷
নোটঃ
বিদেশি পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, গত কয়েকদিনে তাদের অনেকেই আমাদের সাথে ফোনে বা ইনবক্সে যোগাযোগ করেছেন৷ দুবাই/আবুধাবি/শারজাহতে ভ্রমণ বা ট্রানজিট না করলে তাদের জন্য বিদেশ ভ্রমণের পূর্বে কোভিড ১৯ পরীক্ষা করে সনদ দাখিলের বাধ্যবাধকতা নেই বলেই আমরা জানিয়ে দিয়েছিলাম৷ কিন্তু নতুন নিয়মে আগামী ২৬/০৭/২০২০ তারিখ বা তার পরে ভ্রমণ করতে হলে তাদেরকেও কোভিড ১৯ পরীক্ষা করে বিমানবন্দরে আসতে হবে। করোনাভাইরাসের মত বিদেশ যাত্রার নিয়মগুলিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। আশা করি তারা আমাদের সীমাবদ্ধতাটুকু বুঝতে পারবেন।