এক সরকারি সংস্থার তদন্তে জানা গিয়েছে যে, bKash এজেন্টরা ক্যাশ ইন করার তথ্য টাকার বিনিময়ে বিক্রি করে থাকে। তারা যে খাতায় তা লিপিবদ্ধ করে, সে খাতার পাতা বিক্রি করে ভাল অর্থ পায়। তথ্যের ভ্যালু যত বেশি, বিনিময় মূল্য তত বেশি।
সবচেয়ে ভাল উপায় হচ্ছে নিজে একাউন্ট খুলে ফেলুন এবং ব্যাংকের আই-ব্যাংকিং একাউন্ট বা সফটওয়্যার থেকে টাকা ক্যাশ ইন করুন। এখন প্রায় সব ব্যাংক আই-ব্যাংকিং চালু করেছে। এছাড়াও ক্রেডিট কার্ড থেকেও টাকা ক্যাশ ইন করতে পারবেন। আমি নিজেও তাই করেছি।
বাইরে তথ্য যত কম যাবে, আপনি তত নিরাপদ থাকবেন।
একটি ভাল প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে দিয়েছি। সেটাতে আপনি পিন বা ওটিপি কাউকে দিয়ে দিলেও আপনার একাউন্ট থেকে টাকা নিতে পারবে না। সমস্যা হচ্ছে কাজটা গতি পাচ্ছে না করোনার কারণে।