উইঘুর মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১১টি চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
জোর করে শ্রমদানে বাধ্য করায় চ্যাংজি এসকুয়েল টেক্সটাইল, হেফেই বিটল্যান্ড ইনফরফেশন টেকনোলজি, হেফেই মেইলিং, হেতিয়ান হাওলিন হেয়ার অ্যাক্সেসোরিজ, হেতিয়ান তাইদা অ্যাপারেল, কেটিকে গ্রুপ, নানজিং সিনার্জি টেক্সটাইলস, ন্যানচ্যাং ও-ফিল্ম টেক, তানিউয়ান টেকনোলজি এবং আরেকটি মার্কিন ব্যান্ডের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটনস্থ চীনা রাষ্ট্রদূত এখনো কোনো মন্তব্য করেননি।
বহুদিন ধরেই বেইজিং উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে।
এর আগে চীনের চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা, এএফপি ও রয়টার্স ।