স্মৃতির পাতায়
ব্যথাভরা গ্লানিগুলো হৃদয়ের ভেতরকার
স্মৃতির নীলিম পাতায় গেঁথে রেখেছি
বারোমাস সব ব্যথারা পোড়া দু’নয়নে
ঘর বেঁধেছে নির্মম হাহাকারে
ব্যথারা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিও…
আমি যত্ম করে ব্যথার মোড়ক খুলবো।
আজ মৃত্তিকায় সাঁতার কাটবো
আর বড়ো পাথরে ডান কান রেখে
শুনবো নিজস্ব আশা রেখা কতোদূর?
জনমের সব ভালোবাসা উড়িয়ে দিলাম
নীল-নীল হাওয়ায়-হাওয়ায়
তুমি নিতে এসো নিতে পারলে
যত্ম করে রেখো গোপনের কলিজায়
যদি হই আজন্মের চিতাভস্মছাই
অন্তর জ্বলা পৃথিবীর অন্তরালে
সেরা এক রোগ মননের ঘরে।
জানি তুমি কতোভাবে জ্বলছো
বলবো না আমিও জ্বলছি
জ্বলে আমি
পোড়ে আমি
পুড়ন্ত জখম হয়েছি
তবু,
দিতে পারি ভাঙাবুক ভেঙেচুরে ভেঙে-ভেঙে
আরোও দিতে পারি সবকিছু অনাবিল সুখ সুরের
মায়া সীমান্তের সফেদ আঙিনায়।