।।বেরোবি প্রতিনিধি।।
বেরোবির অর্থনীতি বিভাগের প্রফেসর মোর্শেদ ২০১৫ সালে সাবেক ভিসি নুরু নবীর আমলে দ্বিতীয় জৈষ্ঠ কে বাদ দিয়ে নিজেই একা অর্থনীতি বিভাগের প্ল্যানিং কমিটিতে ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভােগের শিক্ষক শরীফুল ইসলাম কে সাথে নিয়ে। ঐ প্ল্যানিং কমিটির অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন মাত্র একজন তাও অধ্যাপক মোর্শেদ নিজেই।তখন বেরোবির অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন পাঁচ জন।
অধ্যাপক মোর্শেদ নিজের আপগ্রেডেশন বোর্ডে নিজেই প্ল্যানিং কমিটি করে নিজেকে মনোনয়ন করেন।তখনও অর্থনীতি বিভাগের সাত জন শিক্ষকের মধ্যে মাত্র দুইজন ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক প্ল্যানিং কমিটিতে,বাকীরা ছিলেন অর্থনীতি বিভাগের বাহিরের সদস্য।
বর্তমানে বেরোবির অর্থনীতি বিভাগের যে প্ল্যানিং কমিটি রযেছে সে কমিটিতে সাত জন অর্থনীতি বিভাগের শিক্ষকের মধ্যে সদস্য রয়েছেন দুইজন শিকক্ষ, যার মধ্যে অধ্যাপক মোর্শেদও রয়েছেন।
অর্থনীতি বিভাগের এক-তৃতীয়াংশ শিক্ষক প্রতিনিধি নিয়ে গঠিত বর্তমান প্ল্যানিং কমিটি কিভাবে অবৈধ হয়েছে তা বোধগম্য নয়।
অধ্যাপক মোর্শেদের বর্তমান প্ল্যানিং কমিটি হতে পদত্যাগ মনে করিয়ে দেয়,অনিয়ম কে নিয়ম করে বর্তমানের নিয়মকে অনিয়ম করার ব্যর্থ অপচেষ্টা চালিয়েছেন।
যদি অধ্যাপক মোর্শেদের কথা নিয়ম হয় তাহলে সাবেক ভিসির আমলে প্ল্যানিং কমিটি কেন অবৈধ/অনিয়ম নয়।