।।বেরোবি প্রতিনিধি।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে সদুত্তর দিতে না পারায় সাংবাদিকদের তোপের মুখে পড়েন শিক্ষকরা।
শনিবার (১৩ মার্চ) লিখিত বক্তব্য পাঠ শেষে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের সদুত্তর না দিয়েই সংবাদ সম্মেলন শেষ হয়।
এ সময় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যের শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তার সদুত্তর দিতে পারেননি আয়োজক শিক্ষকরা।
লিখিত বক্তব্যে ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা উঠে আসলেও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সেশনজট, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকটসহ শিক্ষার্থীদের দুর্দশার কথা তারা কেন বলছেন না প্রশ্ন করা হলে তার সদুত্তর দিতে পারেননি
ব্যক্তিগত স্বার্থ হাসিলের পাঁয়তারার জন্য এত সব অভিযোগ কিনা জানতে চান সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকদের তোপের মুখে পড়েন অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।
প্রশ্নবানে জর্জরিত করেন রংপুরের সাংবাদিকরা। উত্তরাঞ্চলের এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিয়ে নোংরামি বন্ধ না করলে রংপুরবাসী কাউকে ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
রংপুরের এক সাংবাদিকের হাতেগোনা কিছু শিক্ষক বিভিন্ন ভিসির আমলে দুই ভাগ হয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করেন। হাসিল না হলে ভিসির বিরুদ্ধে আন্দোলন করেন।
আপনারাও সেই দলের অংশ বলে অভিযোগ করে প্রশ্ন করেন, শুধু ভিসির বিরুদ্ধে এত অভিযোগ কেন? যারা সবসময় অনিয়ম করে তাদের শাস্তির ব্যবস্থা হয় না কেন? প্রভৃতি প্রশ্ন করলেও তার সদুত্তর দিতে পারেননি শিক্ষকরা। এসময় হইচই শুরু হলে অনানুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শেষ হয়ে যায়।