-আমি আবেগি তোমায় ভাবায়ছি জগত-
তুমি বুঝেছো কি তা কভু?
.
-আমি ভোরের পাখি হয়ে করেছি কলরব
তুমি তখন জেগেছো কি তবু?
.
-আমি মুয়াজ্জিন, ডেকেছি তোমায় বারংবার,
তুমি ছিলে অজ্ঞানতার ঘোরে-
তাই তাকাও নাই একটিবার
.
-আমি রৌদ্দুর ভরদুপুরে বলেছিলেম-
যাও ফিরে এসো যোহরের শেষে,
তুমি ঠিকিই ফিরেছিলে সেদিন-
তবু ফিরো নি নামাজির বেশে।
.
-আমি উর্বর বিকেল,মৃদু হিমেল,
এসেছিলাম তোমার জন্য প্রশান্তি হয়ে,
তবু কি তুমি রবকে ডেকেছো সিজাদয় গিয়ে?
.
-আমি সন্ধায় ডেকেছি তোমায় মসজিদে
তুমি আসো নি তো সেদিন ছিলে-
দুনিয়ার চাক্যচিক্য,খোশগল্প আর মিছ আহ্লাদে।
.
-আমি ঈশার আযানের সুর গেছিলো বহুদুর
পোঁছায় ছিলো তোমার কানে,
তবুও কেন যাও নাই মসজিদপানে?
.
-আমি আমবস্যার রাত,পূণিমার চাঁদ,
ডেকেছিলাম সময়ের আবহতে-
.
-তুমি ফিরো নি সেদিন ছিলে-
ঘুমন্ত ঈমান আর বিক্ষিপ্ত আমলের সাথে।
.
-আমি বিদঘুটে রাত, বুঝায় পুলসিরাত
তুমি বুঝেছো কি তা কভু?
সরু তীক্ষ্ণ দাঁড়ালো এ পথ কেমনে পার- হবো প্রভু।
.
-সময়ের আহবানে তুৃমি সায় কি দিয়েছিলে কভু-?
দিনের শেষে জবাব যেন এটা না হয়-
বোধ হয়েছিলো ঠিকি সময় পায় নি প্রভু।