চান্দিনার কামারখোলা গ্রামের আন্তর্জাতিক পর্যায়ের বিসনেস ম্যান আহমেদ খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে সাবেক মেধাবী ছাত্র জজ আবুল হাসান সাহেবের অভিনন্দন বার্তা কে স্বাগত জানিয়েছে।তিনি স্বাগত বক্তব্য বলেন”আমাদের ধর্ম তত্ত্ব মতে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলা হয় , যা বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞানও। মানুষ মাইক্রো অনু থেকে জন্মানোর ব্যাখ্যা দিয়েছেন !!! লক্ষ লক্ষ কোটি কোটি অনু থেকে এ এক জন শ্রেষ্ঠ ” মানুষ ” । তবে
এ শ্রেষ্ঠর অর্জন এ শুধু জন্মের গঠন থেকে
প্রাপ্তি বিদ্যমান থাকে না , তাই মানব জাতিকে দ্বিজন্মা বলা হয় ,পৃথিবীর সকল কিছুর সৃষ্টি পেছনে দুইটি শক্তি বিদ্যমান থাকে এক হলো নিজের চেষ্টা আর অন্যটা হলো আধ্যাত্মিকতা , আপনাদের মাঝে এ দুটি শক্তিরেই প্রয়োগ মান ছিলো এক আপনাদের মা , বাবা এবং মামার অন্তরে দোয়া ও আপনাদের সৎ ইচ্ছা । হা আজ সময়ের বিবর্তনের ফলে শত বছরের পূর্ণ করল প্রাচ্যের অক্সফোর্ড , এ শুধু শত বছরের পূর্ণতাই নয় প্রাচ্যের এ অক্সফোর্ড বাঙালি জাতির সভ্যতা এবং সংস্কৃতির দীপ্তিমান এক মূর্তি , এ বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে বাঙালির বাক স্বাধীনতা (১৯৫২ ) ও জাতির মুক্তি (১৯৭১ ) , এ যেন এক সৃষ্টির সমাহার শত বছরে এ এখান থেকে দ্বিজন্মেছে বাঙালি জাতির শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান এরা এ সন্তানের মাঝে আপনারা আছেন অভিনন্দন আপনাদের কে এবং আমাদের এ প্রাচ্যের অক্সফোর্ডকে
শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি করা হে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি সন্তানেরা আপনাদের জ্ঞানের চেষ্টায় সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান অর্থবিত্তে শ্রেষ্ঠত্বের অর্জন হোক বাঙালী জাতির।”
আহমেদ খায়ের কামারখোলা গ্রামের একমাত্র আন্তর্জাতিক পর্যায়ের ইনভেস্টর।জজ আবুল হাসান সাহেবের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।