লেবানন থেকে নেত্রকোনা একদিনে একাধিক শোক। লেবানন বিস্ফোরণে শতাধিক মানুষ এবংনেত্রোকোণার হাওড়ে নৌকবডুবিতে অন্তত ১৮জন মাদরাসার ছাত্র মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশংকা করা হচ্ছে।
মহান আল্লাহ মৃতদের পরিবারকে সান্ত্বনা ও উত্তম বিকল্প দান করুন এবং মৃত মুসলিমদের ক্ষমা ও শাহাদাতের মর্যাদা দান করুন। উল্লেখ্য, পানিতে ডুবে ও আগুনে পুড়ে কিংবা কোনো কিছু ধ্বসে মৃত্যুবরণকারী ব্যক্তিকে (মর্যাদার দিক থেকে) শহীদ বলা হয়েছে আবু দাঊদ ও নাসাঈ বর্ণিত হাদীসে।
হ্রদয় বিদারক এ ঘটনা দুটি আমাদেরকে কুরআনের এ আয়াতটির বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেয়-
‘কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।’ (সুরা লুকমান: আয়াত ৩৪)
আসুন, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকি এবং পরকালের পাথেয় সংগ্রহ করে রাখি।
(সংগ্রহীত)