বলছিলাম, রামমোহন টু চান্দিনা বাজারের মধ্যস্থিত এতবারপুর বাজার সংলগ্ন এই রাস্তার কথা, প্রায় গত ২ বছর আগে রামমোহন টু চান্দিনার সম্পূর্ণ রাস্তা নতুন করে সংস্কার করা হলে ও এতবারপুর বাজারের এই অংশটুকু সংস্কার করা হয় নি, কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে পানি জমাট হওয়ার কারনে এই জায়গাটুকু ঢালাই করে পাকা করার প্রস্তাবনা এসেছিল, কিন্তু প্রায় ২ বছর চলে যাচ্ছে অথচ কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন নজরদারী নেই, বিশেষ করে বর্ষাকালে পথচারী এবং স্থানীয় এলাকাবাসীকে অনেক ভোগান্তির মধ্যে পরতে হয়, স্থানীয় সূত্রে জানা যায় যে, রাস্তার এমন পরিস্থিতির কারনে পথচারীরা দৈনিক অনেক দূর্ঘটনা স্বীকার হচ্ছে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, পরিপূর্ণ বর্ষাকাল আসার আগেই এই সামান্য রাস্তাটুকু মেরামত করে পথচারীদেরকে দূর্ঘটনা থেকে এড়িয়ে চলার সুযোগ করে দিন।
শরিফুল ইসলাম
পানিপাড়া, চান্দিনা।