।।নিজস্ব প্রতিনিধি।।
রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের ০৬ ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশন এর আত্ম প্রকাশ হয়েছে।পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এস এস সি পরীক্ষার্থীরা গ্রামের বাড়িতে অবস্থান কালে স্বাস্থ্য বিধি মেনে বিশেষ ও জরুরি সভার আহ্বান করে, এই এ্যালামনাই এসোসিয়েশন এর গঠনের নীতিগত সিদ্ধান্ত নেন।
উক্ত সভায় রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের ০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি ১৫ জন উপস্থিত ছিলেন।
সভার আয়োজক শুধু ব্যাচ নয় ভবিষ্যতে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের এর সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হবে।