বাড়ছে ওমিক্রন আক্রমণের সংখ্যা। তাই সরকার ঘোষণা করেছে বিভিন্ন বিধিনিষেধ। তার মধ্যে একটি হচ্ছে সবাইকে মাস্ক পরিধান করতেই হবে।
তারই পরিপ্রেক্ষিতে ট্রেনে উঠতে লাগছে মাস্ক। শুধু তাই নয়। মাস্ক মুখে না থাকলে টিকিট বিক্রি করা হচ্ছে না। টিকিট থাকা সত্যেও ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না যাত্রীদের মুখে মাস্ক না থাকায়। অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন গুলো।
এমনি চিত্র দেখা গেছে আজ কমলাপুর রেলস্টেশনে। রেল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এসব এমন ব্যবস্থা নিয়েছে।
কোরোনা ভাইরাসের নতুন ধারন অমিক্রন সংক্রমণ রোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ। আজ শনিবার থেকে তার কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে স্ট্যাশন গুলোতে ঘুরে দেখা যায়, স্ট্যাশনে ঢুকার সাথে সাথে সবার টিকিট যাচাই করা হচ্ছে। অনেকের কাছে টিকিট থাকলেও মাস্ক না থাকায় বের করে দেওয়া হচ্ছে যাত্রীদের।
স্ট্যাশনে ঢোকার পথে এক পাশে সেনিটাইজার রাখা হয়েছে। এবং লিখে দেওয়া হয়েছে তা ইউজ করার জন্য। কিন্তু তেমন কাউকে তা ইউজ করতে দেখা যায়নি।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর ভিতরে দেখা গেছে প্রায় সব যাত্রিই সিট ফাকা রেখে বসেছেন। আবার কেউ কেউ নিজ ছেলে সন্তানদের পাশে বসিয়েছেন।
স্ট্যাশনের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক স্টিকার লাগিয়েছে। এবং যাত্রীদেরও দূরুত্ব বজায় রেখে চলাফেরা ও লাইনের দারানোর জন্য সতর্ক করছে স্ট্যাশন কর্মী রা।