- zobairahmed461@gmail.com : Zobair : Zobair Ahammad
- Jalalhossen555@gmail.com : Jalal Hossen : Jalal Hossen
- khorshed.eco@gmail.com : Khorshed Alom : Khorshed Alom
- hossaintnt@live.com : Shah Sumon : Shah Sumon
মনের খাতায়
সফিউল্লাহ আনসারী
-
আপডেট সময়:
Wednesday, August 26, 2020,
-
187 বার পড়া হয়েছে
কবি
সফিউল্লাহ আনসারী
মনের খাতায় সবুজ পাতায়
আঁকেন নিপুন ছবি,
স্বপন মনে বপন করেন
শব্দের ঝড় কবি!
কবি নিজেই ছবি হয়ে
রবির আলো ছড়ান,
ছন্দে উছল, সুরের ঘোরে
জাগে, জুড়ায় পরান!
ছবির মতো কবির ব্রত
বিপ্লবীদের লিডার,
কলম সেনা, যায়না কেনা
বরফ গলা হিটার!
মনটা নরোম গহীন গরম
শরম পিষে আগান,
ছবির মতোন হিরে রতন
বিবেকটা ঠিক জাগান!
নারীর বুকে সমুদ্র ঢেউ
কবির লেখার বুনন,
সাজহীনে ভাঁজে ভাঁজে
কাব্য অনুরণন!
সভ্যতার-ই ধ্বজ্জাধারী
লেখক যারা কবি,
শৈল্পিকতায় ফুটিয়ে তোলেন
কষ্ট ভোলা ছবি!
দেশের কথা দশের ব্যাথা
ক্যানভাসে সেই চিত্র,
ভালোবাসা, কান্না হাসা
কাব্যে প্রেমিক মিত্র!
কবি হলেন পাখির মতোন
মুক্ত ডানার চিল,
চিন্তাশীল বিশাল হৃদয়
প্রকৃতিতেই মিল!
কল্প হলেও সত্যি লিখেন
গভীর কথামালা,
স্বৈরাচারের আতংক রোজ
কথায় আগুন জ্বালা!
মানবতার পড়শি কবি
দূরদর্শী প্রাণ,
জন্ম থেকেই নীতির সাথে
গান মানবের গান।
মন মগজে রাত্রি নিশি
কল্পনা রোজ ছবি,
সাদা-কালো আলোর
সাথে, পঙক্তি হাকান কবি!
লেখাটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো খবর