।।চান্দিনা প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং এহেন রাষ্ট্রদ্রোহী কাজের মূল ইন্ধন দাতা মাহমুনুল হক গং দের ২৪ ঘন্টায় গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্ত্যব রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর মাননীয় উপাচার্য, চান্দিনার গর্ব প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও। এই সমাবেশটি আয়োজন করে হয় অপরাজেয় বাংলা সংগঠন হতে। এই সময় বক্তব্যে উপাচার্য বলেন ” মানুষ অন্ধ নয় তা বর্তমান প্রজন্মসহ সাড়া দেশবাসী সিসিটিভি ফুটেজ দেখে যেনে গেছে কারা করেছে এই কাজ, সুতরাং সাধু সাবধান।”