চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী’র বড় ভাই শক্তি নারায়ণ বক্সী (৭২) আর নেই (দিব্যান্ লোকান্ সগচ্ছতু)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। শক্তি নারায়ণ বক্সী চান্দিনার হারং বক্সী বাড়ির বাসিন্দা। তিনি চান্দিনার হারং সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক সিনিয়র সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ভাই, স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর শোক প্রকাশ করেছেন।