আমার লিখার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ নায়ক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।আরও গভীর শ্রদ্ধা নিবেদন করছি ১৫ আগস্টের বঙ্গমাতা সহ যে ১৮ জন শহীদ হয়েছিলেন তাঁদের প্রতি এবং ৩০ লক্ষ্য শহীদের প্রতি,২ লক্ষ মা বোনের প্রতি এবং আমাদের জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন অবদান রেখেছেন তাদের সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। বঙ্গবন্ধু সারাটি জীবন উৎস্বর্গ করেছেন বাঙ্গালীর অধিকার আদায়ে,দেশের স্বাধীনতার জন্য, মু্ক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা দেখেছি ১৯৭৫ সালের ১৫ আগস্ট , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারের হত্যার মধ্য দিয়ে এদেশের কিছু বিদেশী কুচক্রী মহল এবং স্বাধীনতার পরাজীত সৈনিক, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না , অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্বাস করে না , তারা জাতির পিতাকে হত্যা করে , এই দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য,তারা সংবিধানকে ক্ষতবিক্ষত করে ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে এবং সবকিছু মিলিয়ে যারা পাকিস্তান পন্থী তাদেরকে সামনের সারিতে নিয়ে, দেশকে একটি বিদেশী আগ্রাসনের উর্বর ভূমি পরিণত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ্ অশেষ রহমতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ বছর পর আবার দায়িত্ব গ্রহণ করে ,তিনি আবার বঙ্গবন্ধুর ন্যায় বাঙ্গালীর অধিকার আদায়ে ও মুক্তিযুদ্ধের চেতনা কে বাস্তবায়ন করার জন্য ঘুরে দাড়িয়েছেন।তিনি এই দেশকে আবার সঠিক পথে নিয়ে এসেছেন এবং তিনি উন্নয়নেরর অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। করোনা সহ সকল দুর্যোগে তিনি ছিলেন এই দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। আজকের এই আগস্ট মাসে , ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে, আবার আরও দুইটি দেশ বিরোধী ষড়যন্ত্র মূলক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটি হচ্ছে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৪ টি জেলায় একযোগে বোমা হামলা এবং আমরা দেখেছি বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামীলীগের মিটিং এ ২১ আগস্ট সিরিজ বোমা হামলা হয়। বাঙ্গালী জাতির স্বাধীনতার পরবর্তীতে সব কিছু মিলিয়ে দেখা যায় যে আগস্ট মাসেই শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে।১৫ আগস্ট এর ষড়যন্ত্র গুটিকয়েক বিপদগামী সেনা সদস্যের দ্বারা করা সম্ভব নয়, এর সাথে দেশী-বিদেশী কুচক্রী মহল রয়েছে। তাই আগস্ট সোনালী নয়,রক্তাত ও ষড়যন্ত্রময়। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সম্ভব সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা।
লেখক/মো:খোরশেদ আলম
পি এ টু পরীক্ষা নিয়ন্ত্রক ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় , রংপুর
ও সাবেক ছাত্র অর্থনীতি বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,সাভার,ঢাকা।