আজ বৃষ্টিবিঘ্নিত দিনে কয়েক হাজার আলেমে দ্বীনের উপস্থিতিতে পানিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক “বড় খতম”।
মরহুম আব্দুল আউয়াল মোল্লা সাহেব কতৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী এই খতমটি চলে আসছে কয়েক যুগ ধরে।
পানিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার তত্ত্বাবধানে ও পানিপাড়া, ভোমরকান্দি, বাকসার, কামারখোলা, করতলা, মাদারপুর ও আশেপাশের কয়েক গ্রামবাসীর সহযোগিতায় এই খতম অনুষ্ঠিত হয়ে আসছে।
ঐতিহাসিক এই খতমে মাইজখার ইউনিয়ন, চান্দিনা উপজেলার আলেম সমাজ ছাড়াও অংশগ্রহণ করেন বরুড়া উপজেলার অনেক আলেমেদ্বিন।
আজকের “বড় খতম” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিতলা লতিফিয়া দরবার শরিফের বর্তমান পীর সাহেব গোলাম মহিউদ্দিন লতিফী আল-ক্বাদেরি। তিনি উক্ত “বড় খতম” এর আখেরি মুনাজাত পরিছালনা করেন। তিনি জাতি ও দেশবাসীর কল্যাণের জন্য দো’আ করেন।