।।নিজস্ব প্রতিনিধি।।
আজ ১১ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কামারখোলা খানকায় ই ওয়াজেদিয়া আতিকিয়ার উদ্যোগে, আগামী ৪ মার্চ ওরস ও দোয়ার মাহফিল সফল করার ব্যাপারে পূর্ব প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব রহুল আমীন,সঞ্চালন করেন সাবেক মেম্বার মোঃ মানিক।
সভায় কামারখোলা খানকায় ই ওয়াজেদিয়া আতিকিয়ার নতুন পরিচালনা পর্ষদ ২০২২ খসড়া অনুমোদন পায়।নতুন পরিচালনা পর্ষদ কামারখোলা গ্রামের অন্তর্ভুক্ত পাঁচটি মসজিদ ভিত্তিক কমিটির প্রতিনিধিদের নিয়ে করা হয়।
উক্ত খানকার কিউরেটর ,মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার উক্ত খানকার বিগত বছরের আয়-ব্যয় তোলে ধরেন।সর্বমোট উক্ত খানকার তহবিলে ২,২৬,৯৫৯ টাকা রয়েছে। তিনি আরো জানান মসজিদ ভিত্তিক নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়াতে আমার আগের তুলনায় কষ্ট আরো কম হবে বলে আমি আশাবাদী।
তিনি সবার সামনে ওরস মাহফিল ২০২২ এর জন্য সকলের ওয়াকৃত টাকার পরিমাণ ও নাম উল্লেখ করেন।তাঁরা হলেন,
১।ওবায়দুল পিতা মৃত ইদ্রিস মিয়া ১০,০০০ টাকা।
২।লিটন মিয়া পিতা আলসাছ মিয়া ১০,০০০ টাকা।
৩।এসরান বিন ইউসুফ পিতা মরহুম আলহাজ্ব এম এ লতিফ ১০,০০০ টাকা।
৪।হাজী শহীদুল ইসলাম ২০০০ টাকা
৫।মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার ২০,০০০ টাকা।
৬।সুমন পিতা আঃ বাতেন ১০,০০০ টাকা।
৭।লেয়াকত আলী ২,০০০ টাকা।
৮। নুরুল ইসলাম (দুদক) ১০,০০০ টাকা।
৯। শাহজালার পিতা মৃত ফজর আলী ২,০০০ টাকা।
১০। হাজী মমতাজ উদ্দিন ২,০০০ টাকা।
১১।মিষ্টার ১,০০০ টাকা।
১২।ফয়সাল পিতা মান্নান ২,০০০ টাকা।
১৩। জাকির হোসেন ২,০০০ টাকা।
১৪।আঃ কাদের পিতা রশিদ ৫,০০০ টাকা।
১৫। বাবুল মিয়া ৫,০০০ টাকা।
১৬।আব্দুর রশীদ ইয়াকুব আলী ৫,০০০ টাকা।
১৭।বজলু ভুইয়া ১,০০০ টাকা
১৮।আবু কাউছার/ হুমায়ুন ২,০০০ টাকা।
১৯।স্বপন ভুইয়া ২,০০০ টাকা।
২০। মিজান মহুরি ২,০০০ টাকা।
২১। ফরিদুল ইসলাম ২০,০০০টাকা।
২২। ইব্রাহিম মিয়া ৫,০০০ টাকা।
এছাড়া আরো ছারা চাউল,ডাল,পেঁয়াজ ও তেল দেবার ওয়াদা করেছেন তাদের নাম প্রকাশ করছেন।
সভার সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো
টাকা উত্তোলন মসজিদ ভিত্তিক কমিটির উপর ন্যাস্ত।এই মাসের মধ্যে আরো কয়েকবার মিটিং করা।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ও মতামত পেশ করেন মোঃ সোহেল আহমেদ বাবু, মোঃ এমরান বিন ইউসুফ,মোঃ কাসেম,মোঃ আবুল বাসার মেম্বার, স্বপন ভূইয়া, মোঃ সেলিম ভূইয়া, মিজান মহুরি,মোঃ মমিন পর্দায়ইনন্না,মিঠু ভূইয়া, মোঃ ফারুক হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া প্রমুখ।
ওরস ও মাহফিলটি কামারখোলা গ্রামের অন্যতম ঐতিহ্যের একটি বিশেষ অংশ।তাই সমগ্র কামারখোলাবাসী যার যে যারমতন তফিক অনুসারে আর্থিক সাহায্য সহযোগী করে থাকেন।
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কামারখোলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার মোঃ খোরশেদ আলম সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভাটি শেষ করেন।